ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ভয়ংকর ষড়যন্ত্রের ছক আঁকছেন জেলা প্রশাসকরা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
‘ভয়ংকর ষড়যন্ত্রের ছক আঁকছেন জেলা প্রশাসকরা’ সংবাদ সম্মেলনে কথা বলছেন রিজভী/ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমান সরকারকে ফের ক্ষমতায় রাখতে নির্বাচন নিয়ে ভয়ংকর ষড়যন্ত্রের ছক আঁকছেন জেলা প্রশাসকরা। নিশ্চিত ভরাডুবি জেনে আওয়ামী লীগ বেসামাল হয়ে গেছে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর।

সোমবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিন জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন।

ভোট ডাকাতি প্রস্তুতির শলা-পরামর্শ করছেন। নির্বাচনে জাল-জোচ্চুরির সব প্রস্তুতি পাকা করছেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, রোববার সব জেলার প্রশাসকরা নিজ নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছেন। এই বৈঠকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশের সহযোগিতায় নৌকা প্রতীককে জয়ী করার জন্য ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখতে হবে।

আমরা বলতে চাই, সাজানো প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। আপনারা এদেশের সন্তান। নিরপেক্ষ ভূমিকা পালন করুন।
 
সরকার ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে বলতে হবে।  

অপর এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের।  

সংবাদ সম্মেলনে অন্যদর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. সিরাজউদ্দীন আহমেদ, ড. মামুন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।