ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমিরের সমর্থকরা তার (আব্দুল মজিদ) নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। সেই সঙ্গে তার প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

 

বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  

সংবাদ সম্মেলন জেলা বিএনপির সহ-সম্পাদক এনামুল হক মুকুল, সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌরসভা বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।