দেশের মানুষের মুখে একটিই কথা- নৌকা। কারণ, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে পৃথক দু’টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কাকরকান্দি ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। এ ইউনিয়নের বীর সন্তান স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেন। এ ইউনিয়নের সোহাগপুর গ্রামে ১৯৭১ সালের ২৫ জুলাই সংঘটিত হয় বর্বরোচিত গণহত্যা। এ গণহত্যার কারণেই যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি হয়েছে জামায়াত নেতা কামারুজ্জামানের। প্রতিটি নির্বাচনেই এ ইউনিয়নে নৌকার বিজয় হয়েছে, এবারের নির্বাচনেও এ অঞ্চলের মানুষ নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দেবে না।
সন্ধ্যায় তিনি রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটি সমাবেশে যোগ দেন। এর আগে তিনি কাকরকান্দিতে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আরো বলেন, আপনাদের ভোটের বদৌলতে এবং শেখ হাসিনার আন্তরিকতায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। আরও অনেক স্বপ্ন রয়েছে যা বাস্তবায়নের জন্য আবারও নৌকায় ভোট চাই। উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআই