বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধি দলের।
গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপি অভিযোগ করে আসছে, সরকার দলীয় লোকজন তাদের প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিএম/এসআই