ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্যদেরও শপথ নেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্যদেরও শপথ নেওয়ার আহ্বান মোহাম্মদ নাসিম/ফাইল ফটো

ঢাকা: সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের মতো বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার (৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি একথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, আশা করবো বিএনপিসহ অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছেন তারা পার্লামেন্টে আসবেন।

পার্লামেন্টে গিয়ে সরকারের ভুল ধরিয়ে দেবেন।  

তিনি বলেন, অন্য পথে শুধু প্রেস ব্রিফিং করে, নামকাওয়াস্তে কয়েকটি লোক দেখানোর আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারবেন না।  

স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি আবারও ভুল করছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন বর্জন করে গত কয়েক বছরের নির্বাচন ভণ্ডুল করতে পারেনি। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংসের করে দিচ্ছে।

‘নির্বাচন বর্জনের পথ পরিহার করে জনগণকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বাধা সৃষ্টি করবেন না। আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচনে জনগণ বিপুল উৎসাহে অংশগ্রহণ করবে। ’ 

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে কাউকে কোনো ছাড় না দিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, এটা প্রধানমন্ত্রীও চান। স্থানীয় নির্বাচনে কোনো এমপি-মন্ত্রী হস্তক্ষেপ করবেন না।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জোট ৭টি আসনে জয় পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।