এ ঘটনায় পঞ্চসার ইউনিয়নের রজ্জব আলীর ছেলে ফয়সাল (৩২) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
রোববার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির হোসেন বাংলানিউজকে বলেন, দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। গুলিবিদ্ধ আহত দুইজনকে নিয়ে ব্যস্ত থাকায় মামলায় বিলম্ব হচ্ছে। তবে মামলা অবশ্যই হবে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সরকার রোবেল বাংলানিউজকে বলেন, আনারসের পক্ষ নেওয়ায় সেখানে উপস্থিত নান্টু একটি পিস্তল বের করে রিয়াদের হাতে ধরিয়ে দিলে সে আমাকে উদ্দেশ্য করে গুলি করে। কিন্তু গুলি আমার গায়ে না লেগে, ফয়সাল ও রিকশাচালকের গায়ে গিয়ে লাগে।
ফয়সাল স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। রিয়াদ সরকারি হরগংগা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি