ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে রোববার অনশন করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে রোববার অনশন করবে বিএনপি বিএনপির নয়াপল্টন অফিসে দোয়া মাহফিল/

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ এপ্রিল (রোববার) রাজধানীতে অনশন কর্মসূচি করবে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০২ এপ্রিল)   বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।

এরআগে দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তাকে সেখানে সুবিধামতো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছি। একই উদ্দেশ্যে বুধবার (০৩ এপ্রিল) সারাদেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হবে। এছাড়া খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় অনশন কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, অনশনের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনের অনুমতি চাওয়া হয়েছে।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।