ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়া চ্যারিটেবল মামলার রায়ের নথি হাইকোর্টে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জিয়া চ্যারিটেবল মামলার রায়ের নথি হাইকোর্টে  খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের নথি হাইকোর্টে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেন।

খালেদা জিয়ার রাজনৈতিক সচিব  হারিছ চৌধুরী, তার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকেও একই দণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে ওই ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

২০১১ সালের ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশনার (দুদক) এ মামলাটি দায়ের করেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।  

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ার পর  খালেদা জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। বর্তমানে তিনি অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।