বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্র করে লোকসানের অজুহাত দেখিয়ে পাকশী কাগজকলটি বন্ধ করে দিয়েছিল।
জেলা আ’লীগের সভাপতি ডিলু আরও বলেন, বিগত জোট সরকারের আমলে ষড়যন্ত্র করে ঈশ্বরদী ইপিজেডটি চালু করতে দেওয়া হয়নি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঈশ্বরদী ইপিজেড চালু হয়েছে। আজ ঈশ্বরদীতে ২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ চলমান। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। অথচ আজও নর্থ বেঙ্গল পেপার মিল শত চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি। পেপার মিল চালু থাকলে আরও ২০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো।
জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা, নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আতিয়ার রহমান ভোলা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, পাবনা সুগার মিল ওয়াকর্স ইউনিয়নের সাবেক সভাপতি আরিফুর রহমান, পিজিসিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাই, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন শীলা, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, বিদ্যৎ শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, বিদ্যুৎ কর্মচারী শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম, পিজিসিবি ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইক্ষু গবেষণা শ্রমিক-কর্মচারীলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খাঁন মিলন, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
তার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সকাল থেকেই সম্মেলনে বিভিন্ন পদের প্রার্থী মিছিল, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন।
দীর্ঘ ১৩ বছর পর জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০০৬ সালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অনেকদিন পর সম্মেলনকে ঘিরে সমাবেশস্থল ছিল সাজ সাজ রব। শ্রমিকদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিততে এক জনাকীর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেলে দ্বিতীয় অধিবেশনে নেতাদের নতুন কমিটি ঘোষণা করবেন।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ