ঝালকাঠি: ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে মনিরুল ইসলাম নুপুরকে পুনর্বহাল করা হয়েছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের পদ স্থগিত করা হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনিরুল ইসলাম নুপুরের আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। সেই সঙ্গে সতর্কভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার জন্যও মনিরুল ইসলাম নুপুরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে তার সাবেক পদ যুগ্ম-সম্পাদক বহাল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল ইসলাম নুপুর।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।