শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে কাউন্সিল স্থগিতের বিরুদ্ধে এ বিক্ষোভ করেন।
নয়াপল্টনে সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ ও মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ ও মিছিলে দীর্ঘ ২৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী নেতা ও তাদের বিপুল সংখ্যক অনুসারী অংশ নেন।
প্রসঙ্গত, শনিবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কাউন্সিলের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন আদালত।
ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন। একই আদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে ছাত্রদলের কাউন্সিল স্থায়ীভাবে কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএইচ/আরবি/