ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আসামের নাগরিকপঞ্জি অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
‘আসামের নাগরিকপঞ্জি অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি’ বাম গণতান্ত্রিক জোট

ঢাকা: আসামের জাতীয় নাগরিকপঞ্জি বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

মঙ্গলবার (১৭ সপ্টম্বর) বিকেলে পল্টনের মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পরিষদের সভায় একথা উল্লেখ করা হয়।

নেতারা আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ ভারতীয়কে বাদ দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।



নেতারা বলেন, এবছরের ৩১ আগস্ট ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্য জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির তালিকা প্রকাশ করেছে। যাতে ১৯ লাখেরও বেশি মানুষক অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজেপি পশ্চিম বাংলায়ও এনআরসি করার ঘোষণা দিয়েছে।  

‘জাতীয় নাগরিকপঞ্জি বাংলাদেশের অভ্যরীণ শান্তির জন্য বিশাল হুমকি। এটা রোহিঙ্গা সমস্যার মতো বাংলাদেশের জন্য একটি নতুন শরণার্থী সংকট তৈরি করবে। ’ 

সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) মানস নন্দী, বাসদের খালেকুজ্জামান লিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।