ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুতুল দাহ

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
বগুড়ায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুতুল দাহ বগুড়ায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুতুল দাহ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র কুশপুতুল দাহ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র কুশপুতুল দাহ করা হয়।

ছাত্রলীগ নেতাদের অভিযোগ, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ জাতীয় শোক দিবস নিয়ে কটূক্তি করেন।

বিএনপি নেতার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এজন্যই বগুড়া ছাত্রলীগ এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র স্বাধীনতা বিরোধীদের জন্য মায়া কান্না দেখিয়ে যে দুঃসাহস দেখিয়েছেন এর জন্য তাকে আইনের আওতায় আসতে হবে। এ সময় বক্তারা শামসুজ্জামান দুদুকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।