ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাকুন্দিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
পাকুন্দিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কমিটির বিরোধকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া বাজারে নবগঠিত পৌর বিএনপির কমিটির বিরোধিতা করে একটি গ্রুপ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর এস এম মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও শরীফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।

এ কমিটির বিরোধিতা করে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া বাজারে মিছিল বের করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ফজলুল হক ও সবুজ শিকদারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি বাজারের পাট মহাল মোড়ে গেলে নবগঠিত কমিটির আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপটি মিছিলে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।  

আহতরা হলেন- ফজলুল হক, মাহমুদুজ্জামান রিপন, আলম, মানিক ও মিনহাজসহ ১৫ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।