ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খোকার মরদেহ দেশে আনতে সহযোগিতা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
খোকার মরদেহ দেশে আনতে সহযোগিতা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেছেন।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, আমি জেনেছি ঢাকা সিটির সাবেক মেয়র খোকা মৃত্যুবরণ করেছেন।

তার মরদেহ দেশে আনা নিয়ে সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হবে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে ইচ্ছে প্রকাশ করেছিলেন। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল তাকে আনার জন্য। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি তার শোকাহত পরিবার যেন এই শোক সইতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।