ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খোকার মৃত্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
খোকার মৃত্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক 

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। 

সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফর উল্লাহ চৌধুরী ও অধ্যাপক ডা. নুরুল আমীন বেপারী যৌথ বার্তায় এ শোক জানান।  

নেতারা বলেন, একাত্তরের রণাঙ্গনে গেরিলা যুদ্ধে অসাধারণ সাহসী ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ও থাকবেন।

জীবনের শেষ সময়ে মিডনাইট ভোট ডাকাত অগণতান্ত্রিক সরকার তাকে মাতৃভূমিতে আসার সুযোগ থেকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীকে যারপরনাই ব্যথিত করেছে। এর দায় বর্তমান কথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের।

মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করে ঐক্যফ্রন্টের নেতারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।