ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে, সেচ পায়নি, ধানের উৎপাদন কম হয়েছে। বর্তমানে এ সরকারের আমলে সারের জন্য কৃষকদের মরতে হয় না, সেচের সমস্যা নেই, ধানের উৎপাদনও বেশি হয়। এজন্য শেখ হাসিনা সরকারের বিকল্প কিছু নেই।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে বার বার হত্যার চেষ্টা করছে।

আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।  

ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।