মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ও সম্পাদককেই বর্তমান কমিটির সভাপতি-সম্পাদক করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
এর আগে দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে টাউনহলে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন করে প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতারা ভোটের আহ্বান জানান।
কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে জেলা কমিটির এক নম্বর সদস্য করার দাবি জানান। পাশাপাশি জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
আধ ঘণ্টা বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ইএআর/আরবি/