ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ। ছবি: বাংলানিউজ

বরিশাল: দেশব্যাপী বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

শুক্রবার (৬ মার্চ) সকালে নগরের প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, সরকার জনস্বার্থকে উপেক্ষা করে মুষ্টিমেয় কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানি খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বাড়ার আইন প্রণয়ন করেছে।

এ গণবিরোধী আইন বাতিলের দাবিতে এবং বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ার প্রতিবাদে সবাইকে এক সঙ্গে সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিমাই মণ্ডল, কমরেড নজরুল ইসলাম, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, কমরেড উপাধ্যক্ষ হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।