ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুজিববর্ষে আ’লীগকে চীনের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
মুজিববর্ষে আ’লীগকে চীনের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীনের কমিউিনিস্ট পার্টি।

বুধবার (১১ মার্চ) আওয়ামী লীগকে পাঠানো এক লিখিত বার্তায় এ অভিনন্দন  জানানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

লিখিত বার্তায় বলা হয়, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে বছরব্যাপী আয়োজিত কর্মসূচিকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। চীনের ক্ষমতাসীন দলটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা করেন। এরপর থেকেই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করছে চীন। ঐতিহাসিক এ সম্পর্কের ধারাবাহিকতায় পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ এর মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সেতুবন্ধন রচিত হয়েছে তা নিরবচ্ছিন্নভাবে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে।

অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টি সর্বদা একে অন্যের পাশে থাকবে। অভিনন্দন বার্তায় ‘মুজিববর্ষ’ উদযাপনের শতভাগ সফলতা কামনা করেছে চীনা কমিউনিস্ট পাটি।
 
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসকে/আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।