ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান: অলি আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান: অলি আহমদ

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, করোনা ভাইরাস সংকট শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সংকটে সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষ ও সামাজিক গঠনগুলো গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান।

বুধবার (১ এপ্রিল) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।

এলডিপি সভাপতি অলি আহমদ বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এ মুহুর্তে প্রতিটি জেলা- উপজেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য নিরাপত্তা পোশাক নিশ্চিত করা।

৬৪ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা পরীক্ষার ব্যবস্থা করা।  

তিনি বলেন, দলমত-নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা এ সংকটে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত। মানুষ মানুষের জন্য- এ উপলব্ধি মূর্তমান করতে এগিয়ে আসবেন সবাই।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।