ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুরাদনগরে চাল বিতরণে অনিয়ম, ছাত্রলীগ নেতার ডিলারশিপ বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
মুরাদনগরে চাল বিতরণে অনিয়ম, ছাত্রলীগ নেতার ডিলারশিপ বাতিল

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ডিলারশিপ বাতিল ও জরিমানা করেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তার ডিলারশিপ বাতিল ও জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যে চাল বিতরণে ওই ইউনিয়নের ডিলার ও ছাত্রলীগ নেতা নুরুজ্জামান অনিয়ম করেছেন এমন অভিযোগ পান উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস।  

দুপুরে ইউএনওসহ কমিটির সদস্যরা সংশ্লিষ্ট ইউনিয়নে সরেজমিনে তদন্তে গিয়ে এ অভিযোগের সত্যতা পান।

তদন্তে ১৩টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। ওই কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোলের ও তথ্যে গরমিল এবং ওই ১৩ কার্ডে ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়ম পায় কমিটি।

অভিষেক দাশ জানান, এ অনিয়মের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই ডিলারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।