ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মসিকের ৩৩ ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের ফ্রি সবজি বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
মসিকের ৩৩ ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের ফ্রি সবজি বিতরণ

ময়মনসিংহ: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে পিকআপভর্তি ফ্রি সবজি নিয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। প্রথম ও দ্বিতীয় ধাপে নগরের ১০টি ওয়ার্ডে হাজার হাজার অসহায় মানুষের মধ্যে ফ্রি সবজি বিতরণের পর আবারও নগরের অসহায় এমন ৫ হাজার পরিবারকে ফ্রি সবজি পৌঁছে দিচ্ছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে নেতাকর্মীরা। 

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে তিন হাজারের বেশি পরিবারের মধ্যে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে।  

এদিন সকাল থেকে নগরের চুকাইতলা, ভাঙাপুল, গোহাইলকান্দি মীরবাড়ি, পুলিশ লাইন উত্তরা, শম্ভুগঞ্জ, রঘুরামপুর, কিষ্টপুর ও বিভিন্ন এলাকায় মাইকিং করে বেগুন, পটল, ঢেরস, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁইশাক, পাটশাক, লালশাক, লাউশাক, শসাসহ নানা ধরনের শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে নওশেল আহমেদ অনি বলেন, দেশের এ দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভাই নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষিতেই ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর পিতা ইকরামুল হক টিটু ভাইয়ের পরামর্শে এ উদ্যোগ নিয়েছি আমরা। এজন্য গঠিত ওয়ার্ডভিত্তিক কয়েকটি টিম প্রতি এলাকার গিয়ে শাক-সবজি পৌঁছে দিচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিন ধাপে ধাপে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমরা জানি দেশের মানুষের সব বিপদে-আপদে ছাত্রলীগের নেতা-কর্মীরা সবসময় তাদের পাশে দাঁড়ায়, অগ্র সৈনিক হিসেবে কাজ করে। ছাত্রলীগ নেতা অনিরের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। দেশের এ সংকটময় মুহূর্তে তার মতো অন্য নেতা ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
একে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।