ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া বন্ধের মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া বন্ধের মেয়াদ বাড়লো .

ঢাকা: বিএনপির সকল পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়া ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল। এবার তা বাড়িয়ে ২৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরকৃত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বিএনপি’র দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুণর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত ছিল।

করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ সময়: ০২২৬ এপ্রিল ২০, ২০২০
এমএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।