ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যৌন হয়রানির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ১২, ২০২০
যৌন হয়রানির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় কলেজ ছাত্রীসহ দুই বোনকে যৌন হয়রানির অভিযোগে হওয়া মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এক ছাত্রলীগ নেতাকে। পাশাপাশি এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ৯ জুন বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সরকারি মৎস্য খামারের সামনের রাস্তায় ঘটেছে যৌন হয়রানির এই ঘটনা। নির্যাতিতা দুই বোনের একজন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজের ছাত্রী ও তার বড় বোন সরকারি মৎস্য খামারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময়, গৌরনদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ঈশান ইসলাম আরিফ তাদের পথরোধ করে অশ্লীল কথা বলে। এর একপর্যায়ে আরিফ ও তার সঙ্গে থাকা সঙ্গীরা ওই দুই বোনকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। কৌশলে ওই দুই বোন ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরে যেতে সক্ষম হয়। এরপর ১০ জুন রাতে এ ঘটনায় গৌরনদী থানায় কলেজ ছাত্রীর বড়বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

মামলায় আরিফসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আরিফকে গ্রেফতার করে ১১ জুন আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা ‍পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক।

এ ব্যাপারে গৌরনদী সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন জানান, ঈশান ইসলাম আরিফ ২০১৬ সালে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আরিফের বর্তমানে কোনো পদ-পদবি নেই।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১২, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।