মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা একথা বলেন।
তিনি বলেন, জনসমাগমস্থলে কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশি দিলে বা ভাইরাসযুক্ত হাত দিয়ে ধরলে কাছাকাছি পৃষ্ঠতলে যেমন টেবিলের তল, দরজার হাতল, বাতির সুইচ, পানির কল, খাটের খুঁটিতে বা সেলফোনে ভাইরাস লেগে থাকতে পারে।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার সময় রোগীর নিঃসৃত ভাইরাসের কণাগুলো বাতাসে ভেসে একাধিক মানুষ ও চিকিৎসাকর্মীকে সংক্রমিত করতে পারে। এসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে না পারলে হাসপাতাল ও সংশ্লিষ্ট সবার মধ্যে এটি ছড়িয়ে পড়তে পারে। এমন সব রেড জোনে সব মানুষ যাতে পিপিই ব্যবহার করে সে বিষয়েও পারস্পারকি সতর্তাকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, আমি এ বিষয়ে দেশের সব দেশপ্রেমিক নাগরিক এবং বিশেষ করে সরকারি-বেসরকারি সম্প্রচার ও গণমাধ্যমের কর্মী, কর্ণধারদের অনুরোধ করবো তারা যেন প্রতিটি মানুষকে এভাবে সচেতন করতে প্রচারণা চালায়। করোনা ভাইরাসের বিরুদ্ধে এ এক জনযুদ্ধ। তাই এই যুদ্ধে দেশপ্রেমিক সব নাগরিককে অংশ নিতে হবে। তাহলেই আমরা করোনাযুদ্ধে জয়ী হতে পারবো।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমএইচ/এএ