ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের শারীরিক অবস্থার উন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বুধবার (২৪ জুন) বাংলানিউজকে এ তথ্য জানান ৷
 
আব্দুস শহীদ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের সংসদ সদস্য।



এর আগে গত ১৬ জুন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলে তাকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলভার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ জুন তিনি স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত হন।

আহাদ মো. সাঈদ বলেন, স্যার সুস্থ আছেন। অবস্থা উন্নতির দিকে। ফাইনাল টেস্ট করালে করোনার অবস্থা বোঝা যাবে। স্যার, দেশবাসী এবং শ্রীমঙ্গল -কমলগঞ্জের সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ২৪, ২০২০ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।