ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বন্যার্তদের খাদ্য-অর্থ সহায়তার দাবি বাম জোটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
বন্যার্তদের খাদ্য-অর্থ সহায়তার দাবি বাম জোটের ...

ঢাকা: ঈদের আগে দেশের বন্যার্ত মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের এক তৃতীয়াংশের অধিক জেলায় বন্যার প্রাদুর্ভাবে কয়েক লাখ মানুষ পানিবন্দি ও ঘর-বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে বাঁধে ও আশ্রয়কেন্দ্রে উঠে অমানবিক জীবন যাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ঈদের আগেই বন্যার্তদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিকে করোনা মহামারি অন্যদিকে বন্যার কারণে পানিবাহিত রোগের সংক্রমণও বেড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাম জোট বন্যার্তদের চিকিৎসা প্রদানে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।