ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক আচরণ করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
‘শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক আচরণ করছে’ মাইক-লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা

ঢাকা: করোনা পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক ও প্রতারণাপূর্ণ আচরণ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত মাইক-লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দ মো. ফয়জুল করিম বলেন, করোনা পরিস্থিতিতে দেশের লাখ লাখ শ্রমিক বেতন না পেয়ে, চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক ও প্রতারণাপূর্ণ আচরণ করছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যায় না। বর্তমান করোনাকালে শ্রমিকরা সব থেকে মানবেতর জীবন যাপন করছে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন বলেন, চলমান করোনা ভাইরাস মহামারিতে মাইক-লাইট ও ডেকোরেটর মালিকদের ৪ লক্ষাধিক পরিবার অসহায় হয়ে পড়েছে, মাইক-লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিকরা যাতে করে স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্ম জীবনে ফিরে যেতে পারেন সে পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মাইক-লাইট ডেকোরেটর মালিক-শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা গোলাম রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, হারুন অর রশীদ, সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।