ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ফাইল ফটো

ঢাকা: আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের প্রতীক আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে।

ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আশুরা হিজরী ৬১ সালের ১০ মহরম মানব ইতিহাসে অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এদিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এদিনে হযরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। শোকাবহ এদিনে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবদান রাখতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান জি এম কাদের।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।