ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বন্ধ পাটকল রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
বন্ধ পাটকল রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে: মেনন রাশেদ খান মেনন

ঢাকা: বন্ধ পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

রাশেদ খান মেনন বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নয়,  ব্যক্তি মালিকদের হাতেই তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বিএনপি-জামাত জোট সরকার যা করতে পারে নাই এই সরকারের আমলে সেটাই হতে চলেছে।

‘রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক এখন কর্মহীন। গোল্ডেন হ্যান্ডশেকের টাকা তারা কবে এবং কত পাবে জানে না। বন্ধ করে দেওয়া পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করতে হবে। তাহলেই সোনালী আঁশ সোনা ফলাবে। গলার ফাঁস হবে না। ’
 
সভা থেকে রাশেদ খান মেনন পাটশিল্প রক্ষায় পাটচাষি, শ্রমিক, ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, তালুকদার মো. শাহজাহান, মোজাম্মেল হক ফিরোজ, ফারহান বালি, অধ্যাপক গোলাম হোসেন, দিলীপ রাজা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।