ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্রকারীদের নাম উন্মোচন করুন: আলাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
ষড়যন্ত্রকারীদের নাম উন্মোচন করুন: আলাল মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা: বাংলাদেশে কখন কী ঘটে বলা যায় না—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কীসের আতঙ্কে, কী কারণে তিনি এ ধরনের ভয়ঙ্কর কথা বললেন? কারা ষড়যন্ত্রকারী, কারা যেকোন মুহূর্তে যেকোন ঘটনা ঘটাতে পারে, তাদের মুখোশ উন্মোচন করেন, জাতি জানতে চায়।

শ‌নিবার (২৮ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া সাংস্কৃ‌তিক সংগঠনের (জিসাস) উদ্যো‌গে জিসাসের প্রতিষ্ঠাতা চেয়া‌রম‌্যান আব‌ুল হা‌শেম রানার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লেন আলাল।

নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আপনারা দেখেছেন নির্বাচন কমিশন তার যে কার্যক্ষমতা সেই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে সরকারের হাতে। অর্থাৎ কিছু মানুষ আছে দায়িত্ব পালন করে জীবনের সার্থকতা মনে করে, আর কিছু মানুষ আছে শুধু ভোগ করবে দায়িত্ব পালন করবে না। অথর্ব যাদের বলে, এটা হচ্ছে অথর্ব নির্বাচন কমিশন।

জিসাসের প্রতিষ্ঠাতা চেয়া‌রম‌্যান আব‌ুল হা‌শেম রানা সম্প‌র্কে যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি বলেন, আবুল হাশেম রানা দীর্ঘ ২৮ বছর ধরে একটি সংগঠনকে যেভাবে ধরে রেখেছেন এবং যেরকম নিবেদিতপ্রাণ ছিলেন—সবচেয়ে বড় কথা রানা বিনয়ী ছিলেন, ভদ্র ছিলেন, হাসিমুখে ছিলেন। খালেদা জিয়া ভিড়ের মধ্যেও তাকে দেখলে এই রানা বলে ডাক দিতেন। এই যে একটা জিনিস এটা তিনি তার কাজের মধ্য দিয়ে অর্জন করে নিয়েছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি গুলনাহার ইভার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জাসাসের যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম, অভিনেতা আমির হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হাওলাদার, এস এম জাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।