ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবে একদিনে গণফোরামের দুই অংশের কর্মসূচি

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
প্রেসক্লাবে একদিনে গণফোরামের দুই অংশের কর্মসূচি ...

ঢাকা: একই দিনে গণফোরামের দুই অংশ প্রেসক্লাবে কর্মসূচি ঘোষণা করেছে। ড. কামাল হোসেন ও রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন মূল গণফোরাম আগামী ১৭ অক্টোবর প্রেসক্লাবের ভেতরে কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছেন।

অপর দিকে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বাধীন অংশ প্রেসক্লাবের বাইরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

মন্টু-সুব্রত অংশের নেতা লতিফুল বারী হামিম বাংলানিউজকে বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মতিঝিলের দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৭ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন হবে।

বৈঠকে আগামী ২৬ ডিসেম্বর আহুত দলের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি পরিষদের ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সারাদেশে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

জানতে চাইলে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন মূল অংশের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোশতাক আহমদ বাংলানিউজকে বলেন, আমরা ১৭ অক্টোবর প্রেসক্লাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডেকেছি। তারা মানববন্ধন করবে তাতে আমাদের কিছু আসে যায় না।

তিনি বলেন, গণফোরামের বর্তমান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কেউ তাদের সঙ্গে নেই। যারা গত কমিটিতে ছিলেন কিন্তু নতুন আহ্বায়ক কমিটিতে নেই তারাই এসব করছেন।

ড. কামাল হোসেন সভায় থাকবেন কি না জানতে চাইলে মোশতাক আহমদ বলেন, অবশ্যই থাকবেন। তার বাসায় বসেই এই সভা ডাকার সিদ্ধান্ত হয়েছে।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় এখন বিদ্রোহী অংশের দখলে— এ প্রসঙ্গে মোশতাক আহমদ বলেন, আমরা এ মাসেই নতুন অফিস নিয়েছি। পুরানা পল্টনে আজাদ টাওয়ারে।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বাংলানিউজকে বলেন, আমাদের কেন্দ্রীয় একটাই আহ্বায়ক কমিটি, যার সদস্য ৭০ জন। এর বাইরে জেলার কয়েকজন সিনিয়র নেতা বৈঠকে থাকবেন।

অপর অংশের মানববন্ধন ডাকা প্রসঙ্গে তিনি বলেন, ভালো, মন্টু ভাইদের স্টাইলে তারা কী করতে চায় সেটা বুঝতেই পারছেন। তারা আমাদের অনেক ভয় পাচ্ছে। ভয় পেলে মানুষ এরকম করে। ইটস ওকে। কোনো সমস্যা নেই।

যেহেতু একই দিনে একই স্থানে কর্মসূচি সে ক্ষেত্রে তারা আপনাদের সভায় নেতাদের আসতে বাধা অথবা অন্য কোনো ঝামেলা করবে বলে আশঙ্কা করছেন কি না? জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, আমি জানি না। মানববন্ধন ভালো জিনিস, তারা করুক। এটা নিয়ে আগে থেকে দুশ্চিন্তা করার কিছু নেই।

ড. কামাল হোসেন সভায় যোগ দেবেন কি না জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, তিনি হয়তো ভার্চ্যুয়ালি থাকবেন। দেশে করোনা ভাইরাস কিন্তু বাড়ছে। লোকজনের যে ধারণা এখন আর মাস্ক পড়ার দরকার নেই, সেটা ঠিক না। এটা কিন্তু কমছে না। সারা বিশ্বে এটা বাড়ছে। বাংলাদেশেও বাড়ছে, তবে আমাদের পরিসংখ্যান নাই, তফাতটা সেখানে। কামাল স্যারকে ওখানে নেওয়ার পক্ষপাতি আমি না। হয়তো স্যারকে ওখানে আনলে আমাদের রাজনৈতিকভাবে লাভ হতো, কিন্তু আমি আনতে চাচ্ছি না। তিনি ভারচ্যুয়ালি বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।