ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে নারীর শ্লীলতাহানি: জাকের পার্টি চেয়ারম্যানের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
নোয়াখালীতে নারীর শ্লীলতাহানি: জাকের পার্টি চেয়ারম্যানের নিন্দা জাকের পার্টির লোগো

ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জে নারী শ্লীলতাহানি এবং তার ওপর সংঘটিত বর্বতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।  

একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয় দল এবং দলটির চেয়ারম্যানের পক্ষ থেকে।  

বিবৃতিতে মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক বেশ কিছু ধর্ষণের ঘটনা নারী ও নারী শিশুর সম্ভ্রম রক্ষা ও নিরাপত্তা ঘিরে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। মাদকের ভয়াল ছোবল, সর্বনাশা পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং ক্ষেত্র বিশেষে আকাশ সংস্কৃতির বিরূপ প্রভাবে চরম অনৈতিকতায় অভ্যস্ত হওয়ার জাল বিকারগস্ত করছে মানুষকে।  

সার্বিকভাবে এ অবস্থার প্রতিকার এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেছেন ধর্ম ভিত্তিক এই রাজনৈতিক দলটির পক্ষ থেকে।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসএইচএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।