ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাদুল্যাপুরে যুবলীগ নেতা সামিউলকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
সাদুল্যাপুরে যুবলীগ নেতা সামিউলকে অব্যাহতি মো. সামিউল ইসলাম

গাইবান্ধা: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ও জমি দখলের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে ইদিলপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ নভেম্বর) দুপুরে দলীয় প্যাডে আওয়ামী যুবলীগের জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকাসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ আনা হয় সামিউল ইসলামের বিরুদ্ধে। এছাড়া সামিউলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগমের জমি দখলের অভিযোগও উল্লেখ করা হয়।

এ বিষয়ে যুবলীগ জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বাংলানিউজকে বলেন, নানা অভিযোগের ভিত্তিতে সামিউলকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কোনো শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের যুবলীগে কোনো স্থান নেই।

অভিযোগ অস্বীকার করে সামিউল ইমলাম বাংলানিউজকে বলেন, শেফালী বেগমের জমি নিয়ে আদালতে মামলা চলছে বলে জানি আমি। কিন্তু তার জমি দখল ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সামিউল বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে রাস্তার গাছ কাটা, নিরীহ মানুষকে অত্যাচার-নির্যাতন ও জমি দখলের একাধিক অভিযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।