ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৮ নির্বাচনে আমানের নেতৃত্বে বিএনপির ৩৭ জনের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ঢাকা-১৮ নির্বাচনে আমানের নেতৃত্বে বিএনপির ৩৭ জনের কমিটি আমান উল্লাহ আমান, ফাইল ফটো

ঢাকা: আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমানকে।

বাকি দুজন সমন্বয়কারী হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

বুধবার (১৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পাঠানো মেইলে এ তথ্য জানানো হয়। যদিও মঙ্গলবার (১৩ অক্টোবর) হার্ট অ্যাটাক করে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে আছেন রিজভী আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন, হাবিবুর রহমান হাবিব, ডা. আব্দুল হালিম ডোনার, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, আজিজুল বারী হেলাল, এবিএম মোশারফ হোসেন, মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, নাজিম উদ্দিন আলম, বজলুল বাসিত আন্জু, আব্দুল আলীম নকী, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, আনোয়ার হোসেন, মাওলানা শাহ মো. নেছারুল হক, হেলাল খান ও হাসান জাফির তুহিন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।