ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তৃণমূলে গণফোরামকে সংগঠিত করতে বললেন ড. কামাল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
তৃণমূলে গণফোরামকে সংগঠিত করতে বললেন ড. কামাল  ড. কামাল হোসেন | ফাইল ছবি

ঢাকা: তৃণমূলে দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শুধু চাঁদা আদায় করার জন্য নয়, সত্যিকারের অর্থে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। সেজন্য তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় বাসা থেকে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

গত ১২ মার্চ গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর এই প্রথম সভা হলো। সভায় আহ্বায়ক কমিটির ৭০ জন সদস্যসহ ১৩০ জন প্রতিনিধি অংশ নেন।

ড. কামাল হোসেন বলেন, আমি বলতে চাই, আপনারা জেলায় জেলায় দলকে সংগঠিত করুন, দলে তরুণ ও নারীদের সংখ্যা বাড়ান। দলের পক্ষ থেকে সারাদেশে সভা-সমাবেশ করুন এবং গণফোরামের নীতি-আদর্শ মানুষের কাছে তুলে ধরুন। দেশের মানুষ সবাই সচেতন হলে আমাদের সংবিধানের যে লক্ষ্যগুলো আছে- গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, সেগুলো মানুষকে বোঝাতে হবে।
গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা | ছবি: শাকিল আহমেদ
গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা | ছবি: শাকিল আহমেদ

জনগণকে সচেতন করার পরামর্শ দিয়ে ড. কামাল বলেন, জনগণের দায়িত্ব-কর্তব্য পালন করার মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষিত দেশও সমাজ- যেখানে কার্যকর গণতন্ত্র থাকবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, নারী-পুরুষের মধ্যে অধিকারের দিক থেকে বৈষম্য থাকবে না। সেই জিনিসগুলো শুধু কাগজে থাকলে চলবে না, এগুলোকে মানুষের চিন্তাধারার মধ্যে নিয়ে আসা গেলে মানুষ সচেতন হবে।

তিনি বলেন, দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই সদস্য শুধু নামকা ওয়াস্তে চাঁদা নেওয়ার জন্য নয়, যাদের সদস্য করা হবে তাদের সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমরা দেখেছি, জেলা জেলায় নেতারা বলেছেন, অনেক মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন গণফোরামের সদস্য হওয়ার জন্য। এটা খুব ভালো লক্ষণ।  

আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপির সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আওম শফিক উল্লাহ, মহসিন রশিদ, সুরাইয়া বেগম, জানে আলম ও মোশতাক আহমেদ মূল মঞ্চে ছিলেন। সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখেন।

একই দিনে জাতীয় প্রেসক্লাবের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণফোরামের আরেক অংশ। ওই অংশের নেতৃত্বে রয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাবেক প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।