ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৮ ইউনিট কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৮ ইউনিট কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত আটটি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে।   রোববার (১ নভেম্বর) দিনগত রাতে কমিটি ঘোষণার তথ্য জানান জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব।  

৮টি ইউনিট হলো- ফতুল্লা থানা, সরকারি মুড়াপাড়া কলেজ, সোনারগাঁ ডিগ্রি কলেজ, তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, সরকারি সফর আলী ভূঁইয়া কলেজ।  

ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মেহেদী হাসান দোলনকে, সদস্য সচিব করা হয়েছে রাকিব আহমেদ রিয়াদকে, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে শাওন ভূঁইয়া শাকিলকে, সদস্য সচিব করা হয়েছে আকিব হাসানকে, সোনারগাঁ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক করা হয়েছে আব্দুর রহিমকে, সদস্য সচিব করা হয়েছে রিফাত সরকারকে, তারাব পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে কাজী রাজনকে, সদস্য সচিব করা হয়েছে আনিসুর রহমান নাবিরকে, কাঞ্চন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে পাবেল মিয়াকে, সদস্য সচিব করা হয়েছে তন্ময় হাসানকে, আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে ইয়াসিন মিয়াকে, সদস্য সচিব করা হয়েছে মামুন মিয়াকে, গোপালদী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে আবুল বাশার সুমনকে, সদস্য সচিব করা হয়েছে সাইফুল ইস্লামকে, সরকারি সফর আলী ভূঁইয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মঞ্জুরুল হক কাকনকে, সদস্য সচিব করা হয়েছে হৃদয় মিয়াকে।

মশিউর রহমান রনি জানান, জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত সব ইউনিট কমিটি এবং জেলার কমিটি পূর্ণাঙ্গের কাজ চলমান রয়েছে। আমরা এর মধ্যে কয়েকটি তারিখে মোট ৮টি ইউনিট কমিটি ঘোষণা করেছি। বাকিগুলো খুব শিগগিরই ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।