ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘চলমান রাজনৈতিক সংকটে সাহসী দেশপ্রেমিকের প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
‘চলমান রাজনৈতিক সংকটে সাহসী দেশপ্রেমিকের প্রয়োজন’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ঢাকা: দেশের মধ্যে চলমান রাজনৈতিক সংকটে সাহসী, সৎ দেশপ্রেমিক নাগরিকের প্রয়োজন। প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মধ্যে এমন গুণাবলী ছিলো।

তিনি রক্ত ঝরিয়েছেন গণতন্ত্র রক্ষার জন্য, কারাগারে গেছেন গণমানুষের কল্যাণের জন্য।

সোমবার (০২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী পালন কমিটি আয়োজিত ‘গেরিলা থেকে জন নেতা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নগরীর প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ছিলেন একজন স্বার্থক ব্যক্তি। তিনি জনমানুষের জন্য আজীবন কাজ করেছেন। দেশের স্বাধীনতা অর্জনে তিনি রেখেছিলেন অসামান্য অবদান। মানব কল্যাণ ও মানব মুক্তিই ছিলো তার লক্ষ।

তিনি বলেন, দেশের মধ্যে এখন রাজনৈতিক সংকট চলছে। এই সংকট মোকাবিলায় প্রয়োজন সৎ, সাহসী দেশপ্রেমিকের যে গুণাবলী সাদেক হোসেনের মধ্যে ছিলো। সাদেক হোসেন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে। তাকে আমরা কোনো দলের বলে প্রচার করলে ছোট করা হবে। তিনি কোনো দলের একার ছিলেন না, তিনি দলমত নির্বিশেষে সবার আপনজন ছিলেন। আমার থেকে তিনি ছোট হলেও তার রাজনৈতিক ক্যারিয়ার থেকে আমি অনেক কিছুই শিখি।

সাদেক হোসেন খোকার জেষ্ঠ ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাবার কথা বলে শেষ করা যাবে না। তার রাজনৈতিক বণার্ঢ্য ক্যারিয়ার ছিলো। তবে শেষ সময়ে তার দু:খ ভরা মন ছিলো। তিনি দেশে আসতে চাইলেও পারেননি। বার বার দেশের কথা বলেছেন, দেশের মানুষের কথা বলেছেন, দেশে আসতে চেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নেতা হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, ডা. এজেড জাহিদ প্রমুখ।

আলোচনা শেষে সাদেক হোসেন খোকাকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আলোকচিত্রে মুক্তিযুদ্ধ, রাজনৈতিক, পারিবারিক ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ছবি উঠে এসেছে। চিত্র প্রদর্শনী তিন দিনব্যাপী চলবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
ইএআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।