ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওয়াসীর পরিবারের পাশে হুইপ স্বপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
ওয়াসীর পরিবারের পাশে হুইপ স্বপন ..

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মেলনস্থলে স্লোগানরত অবস্থায় মৃত্যুবরণকারী ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রলীগকর্মী ওয়াসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের পল্লবীতে তাদের বাসায় গিয়ে ওয়াসীর মা-ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমূল হুদা ওয়ারেছী চঞ্চল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর, মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান মিঠু।

ফেসবুক গ্রুপ ‘বাংলাদেশ ছাত্রলীগ: ১৯৪৮ থেকে বর্তমান’ গ্রুপের অ্যাডমিন যুবলীগ নেতা নাজমূল হুদা ওয়ারেছী চঞ্চল বলেন, প্রয়াত ওয়াসীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী-সন্তানহারা তার মায়ের দীর্ঘদিনের ন্যায্য দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ও জগন্নাথে ওয়াসীর নামে স্মৃতিস্তম্ভ করা যা গত দেড় বছরেও বাস্তবায়ন হয়নি। আমি কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতাকে বিষয়টি জানানোর পর স্বপন ভাই ওয়াসীর পরিবারের পাশে দাঁড়ানোর ও আপার সঙ্গে সাক্ষাৎ করানোর দায়িত্ব নেন।

চঞ্চল বলেন, লকডাউন পরিস্থিতিতে দেরি হওয়ায় স্বপন ভাই আজ মিরপুরের পল্লবীতে তাদের বাসায় গিয়ে ওয়াসীর মা-ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবেশ স্বাভাবিক হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ওয়াসীর পরিবারের যেকোনো প্রয়োজনে ওয়াসীর বড় ভাই হিসেবে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০ 
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।