ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত

ঢাকা: অবিভক্ত ঢাকার সাবেক মেয়ের ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেছেন তার পরিবার, আত্মীয়-স্বজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জুরাইন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় মরহুমের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া প্রার্থনা করা হয়।

এতে পরিবারের সদস্যরা ছাড়া আত্মীয়-স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে জুরাইন কবরস্থানের পাশের মসজিদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৯ সালের এ দিনে সবাইকে ছেড়ে পরপারে চলে যান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার থেকে জননেতা হয়ে ওঠা সাধারণ মানুষের প্রিয় খোকা ভাই।

এসময় সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছোট ছেলে ইশফাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে খোকার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।