ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির ১১৫ সদস্যের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির ১১৫ সদস্যের কমিটি

ঢাকা: বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে বিএনপি।

সোমবার (০৯ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, মীর মোহাম্মাদ নাছির উদ্দিন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুর আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, আবদুল আওয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাড. আহমেদ আজম খান, অ্যাড. জয়নুল আবেদিন, অ্যাড. নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ১১৫ জন।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গঠিত কমিটি প্রয়োজনে যেকোনো নেতা/ব্যক্তিকে কোঅপট করতে পারবেন। বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারপারসনের গুলশান কার্যালয় কমিটিকে সাচিবিক সহায়তা দিবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।