ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে ঈশ্বরদী উপজেলা-পৌর যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল।

সকালে স্টেশন রোডে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণ ও ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও মসজিদে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীরা পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হবি, মিলন চৌধুরী প্রমুখ।

এসময় উপজেলা পৌর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।