ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির কালোব্যাজ ধারণ, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
বরিশালে বিএনপির কালোব্যাজ ধারণ, বিক্ষোভ বরিশালে বিএনপির কালোব্যাজ ধারণ, বিক্ষোভ

বরিশাল: বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীরা কালোব্যাজ ধারণসহ বিক্ষোভ করেছে বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের বুকে কালোব্যাজ পরিয়ে দিয়ে কর্মসূচি উদ্ধোধন করেন। এর পরপরই দলীয় নেতাকর্মীরা একে অপরের বুকে কালোব্যাজ পরিয়ে দিয়ে ভোটারবিহীন নির্বাচনকে কলঙ্কিত অধ্যায় স্মরণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সহ-সাধারণ সম্পাদক আনয়ারুল হক তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল,  জেলা শ্রমিকদল নেতা আ. রব হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাজহারুল ইসলাম জাহান, সাজ্জাদ হোসেন, সামসুল আলম, তরিকুল ইসলাম ঝুনুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

এর আগে সকালে দলীয় কার্যলয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়া‌রি ০৫, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।