ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ বিএনপির বিক্ষোভ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি।  

বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে বিএনপির এই বিক্ষোভ চলছে।

 

গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

এদিকে প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে পুরো প্রেসক্লাব ও আশপাশ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রেখেছে।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।