ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

হেফাজত নেতা ইহতেশামুল হক গ্রেফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
হেফাজত নেতা ইহতেশামুল হক গ্রেফতার

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম জানান, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সঙ্গেও এ নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।