ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে চিকিৎসা সহায়তা দিতে আ’লীগের দুই টিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
রাজধানীতে চিকিৎসা সহায়তা দিতে আ’লীগের দুই টিম

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে।

রাজধানী ঢাকার এই দুই সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পেতে টিম দুটির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন টিমের নাম ও মোবাইল নম্বর:
ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫, ডা. মোতাহের হোসেন চৌধুরী ০১৮১৯৪৬৯৬৮৯, ডা. আবদুল মতিন ০১৭১১৬৯৯৮৪২, ডা. জাহেরুল ইসলাম লিটন ০১৭১১৬৩৭৯৫০, ডা. মুশফিকুর রহমান ০১৯১১৩৪৩৯৬৮, ডা. শেখ শহীদ উল্লাহ ০১৯৮৮৫৫৮৮২২, ডা. অসীম কুমার সেনগুপ্ত ০১৭৩১৬৩৬৭১৩, ডা. কামরুজ্জামান কামরুল ০১৭১১১২৩৩৭৭, ডা. আহমেদুল হোসেন খান ০১৭১১৭৮২০৬৩, ডা. মাহবুবুল হাকিম মিশু ০১৭১০৪৯৪০৩১, ডা. চয়ন বিশ্বাস ০১৬৮৩৫১১৮৯১, ডা. মো. শাহরিয়ার হোসেন ০১৭২৩৯৪১৪২৮, ডা. মো. নিয়ামুল হোসেন তুষার ০১৭১৫-৬৫১৬১৯, ডা. তারিকুল ইসলাম প্রিন্স ০১৯১১৬৯২৭১৭, ডা. ফাতেমা-তুজ-জোহরা ০১৭৮২৭৪৬৬২৭।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টিমের নাম ও মোবাইল নম্বর:
ডা. রোকেয়া সুলতানা ০১৭১১৫২৭৭৮৫, অধ্যাপক আবু তাহের ০১৮১৬৩৫৭৩৫৫; ডা. পূরবী দেবনাথ ০১৭১১১৭৫৩০৩, ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার ০১৭১৩০১৫৫৯১, ডা. রথীন্দ্রনাথ সরকার ০১৭১৬২২৬১৮৯, ডা. শাহ তাহমিনা সিদ্দিকা ০১৭১১৪৬৫৭৮৩, ডা. শেখ মিলি ০১৭৩১৩৬৬৭৭৭, ডা. সানজিদা আহমেদ ০১৭২৩৩১৯৩৮৬, ডা. রেহেনা আক্তার ০১৭১১৩৪৬৭৬৪, ডা. সায়িদা শওকত ০১৫৫০০০২২৭৬, ডা. মশিউর রহমান খসরু, ডা. আতিকুর রহমান ০১৭১৫০১১১৬৯, ডা. অমল কুমার ঘোষ ০১৭১১২৮০৯৮০, ডা. মো. আক্তার কামাল পারভেজ রিংকু ০১৭১১৯৫০৩৫৯, ডা. আমিনুর রহমান অপু ০১৬৭০৭২৫৯০৫, ডা. ইলোরা শারমিন ০১৯১৪৪৯৯৮০০।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।