ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রামগতিতে শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
রামগতিতে শিবির নেতা আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি তানজীদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আলেকজান্ডার কামিল মাদরাসা ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

তানজীদ উপজেলার চর আফজল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রশিবির সভাপতি। এর আগে তিনি রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করেছেন।

পুলিশ জানায়, আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে ওই মাদরাসায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক হয় তানজীদ। তার কাছ থেকে সংগঠনের বেশ কয়েকটি বই জব্দ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন বৈঠক করার সময় শিবির নেতা তানজীদকে আটক করা হয়েছে। বৈঠকের বিষয়ে তানজীদকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।