ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কারাগারে ছাত্রদল নেতা সাত্তার পাটোয়ারী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
কারাগারে ছাত্রদল নেতা সাত্তার পাটোয়ারী  কারাগারে নেওয়া হচ্ছে সাত্তার পাটোয়ারীকে। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দ্রুত বিচার আদালতে ২০১৭ সালের পল্টন থানার একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

ছাত্রদল নেতা আপেল মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার চিফ মেট্রোপলিটন বিচারক মইনুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে সাত্তার পাটোয়ারীকে কারাগারে পাঠায়। তার নামে আরও ৩টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২  ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।