ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের বাড়িসহ ১০ বাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের বাড়িসহ ১০ বাড়ি ভাঙচুর

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় কথা সাহিত্যিক, লেখক ও পরিচালক ড. হুমায়ূন আহমেদের পৈত্রিক বসতঘরসহ প্রায় ১০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে রাত আনুমানিক ১০টার দিকে বিজয়ী মেম্বার প্রার্থী মো. হারেছ মিয়ার সমর্থকরা এই ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী হন মেম্বার প্রার্থী হারেছ মিয়া। পরে রাত ১০টার দিকে প্রার্থীসহ সমর্থকরা মিছিল করে এসে পরাজিত প্রার্থী প্রয়াত হুমায়ূন আহমেদের চাচতো ভাই মো. শফিকুল ইসলামের বাড়িসহ ১০টি বাড়ি ভাঙচুর করে। এসময় বাড়িতে থাকা নারীদের অশ্লীল ভাষায় গালাগালি করে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেয়াজ বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।